ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুললেন মুমিনুল

0
122

জাতীয় দলের হয়ে শুধু টেস্ট খেলার কারণে লাল বলের ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল লিগের নিয়মিত মুখ মুমিনুল হক। এই লিগে তাকে কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না বলে মন্তব্য করেছেন মুমিনুল হক। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটের ধারে কাছে নেই ঘরোয়া ক্রিকেটের মান।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল জানান, ঘরোয়া ক্রিকেটের মান ভালো না হওয়ায় নতুন কেউ আন্তর্জাতিক ক্রিকেটে আসলে তাদের ভুগতে হয়।
মুমিনুল বলেন, ‘আন্তর্জাতিক টেস্টের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের কতটুকু মান। একই লেভেলের আছে কি? উত্তর আমিও জানি, আপনিও জানেন, সকলেই জানে। আমি অনেকগুলো আন্তর্জাতিক টেস্ট খেলেছি, চর্চার ভেতরে থাকি, ম্যাচ পরিস্থিতি কীভাবে সামলাতে হয় বুঝি। কিন্তু একজন জুনিয়রের জন্য অনেক কঠিন।’
বোর্ড বিষয়টি নিয়ে অবশ্যই চিন্তা করছে বলে মত মুমিনুলের। এমনকি বর্তমান ঘরোয়া কাঠামোয় লিস্ট ‘এ’ ম্যাচের চেয়ে প্রথম শ্রেণির ম্যাচ অর্থাৎ ঘরোয়া টেস্ট বেশি হয় বলেও মত দেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে দল হিসেবে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন। ব্যাটিং ব্যর্থতা নিয়ে তিনি দিতে চান না কোন অজুহাত।
চট্টগ্রাম টেস্টে আর কোন আশা নেই বলেও সরল বাক্যে বলে দিয়েছেন মুমিনুল। তবে উইকেট সহজ ছিল বলেও মন্তব্য করেছেন তিনি, ‘এখান থেকে ব্যাক করা অনেক কঠিন। আমরা যে রানটা এখন করেছি (৭ উইকেটে ২৬৮) এই রানটা ৪ উইকেটে করলে, জিনিসটা একটু ভিন্ন হতে পারতো। উইকেট সহজ ছিল। অনেকেই সেট হয়ে আউট হয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here