চট্টগ্রাম সমিতির বিজয় দিবস উদ্যাপন

0
22

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ অ্যামেরিকা ইনক কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সমিতির নিজস্ব ভবনে কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ ইছা এবং গীতা পাঠ করেন বিশ্বজিত দাশ।

উক্ত অনুষ্ঠানে ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন এবং মোহাম্মদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের লাল সবুজের আবহে তৈরী করা উত্তরীয় পরিয়ে দেন সমিতির কর্মকর্তারা। মহান বিজয় দিবসের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব নিউজার্সি থেকে আগত উত্তম দাশ, মামুন চৌধুরি, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাবেক উপদেষ্টা আলহাজ্ব নাদের চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, সাবেক সহসভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাবেক সহসভাপতি সাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরি, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মুনির আহমদ, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম।

বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতার মহান ইতিহাস গৌরবের ইতিহাস। এই ইতিহাসকে বিকৃত করা কিংবা মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে। এই ধরনের অপচেষ্টা যাতে রুখে দেয়া হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।

এতে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব সাবেক সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, জামাল চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ মতিউর রহমান, মেজবা আহমেদ, কাউচার আহমেদ, শওকত স্বজন, এডভোকেট হামিদ, সৈয়দ মানু, মোঃ করিম, মোঃ হাসান, হাবিব উললাহ, মোঃ ফরিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এনাম চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক মোহামদ ইসা, স¤্রাট আজিম, জাবেদ হোসেন, তানিম আহমেদ, মহিম উদ্দিন। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব আবু তাহেরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন প্রবাসের দুই জনপ্রিয় শিল্পী রাজীব ভট্টাচার্য এবং চন্দ্রা রায়। দুই শতাধিক নারী পুরুষ সেই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here