‘রাষ্ট্রপতির পদত্যাগে কী কী সঙ্কট সৃষ্টি হতে পারে তা বিএনপির উন্মোচন করা উচিৎ’

0
25

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চলে গেলে কী কী সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বিএনপিকে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সাথে বৈঠক শেষে পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের উদ্দেশে পাটোয়ারী বলেন, ‘আমরা মনে করি যেকোনো সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হবে না। বিএনপিকে জনগণের সামনে উন্মোচন করা উচিৎ কী কী সঙ্কট সৃষ্টি হতে পারে। তাহলে সে সঙ্কটগুলো আমরা মোকাবেলা করবো।’

তিনি বলেন, ‘আমরা অতীতেও মোকাবেলা করেছি, আগামীতেও মোকাবেলা করবো। বিএনপির মহাসচিবের উদ্দেশে বলবো সাংবিধানিক যে সঙ্কট আপনি বলেছেন সে সঙ্কট জাতীয় একটি বড় দল হিসেবে জাতির সামনে আপনাদের উপস্থাপন করা উচিৎ। তাহলে আমরা ছাত্ররা এবং নাগরিকরা সেগুলো মোকাবেলা করতে প্রস্তুত হবো।’

বিএনপি ছাড়া অন্যান্য দল রাষ্ট্রপতির বিষয়ে একমত হয়েছে জানিয়ে পাটোয়ারী বলেন, ‘চুপ্পুর যে যেতে হবে নিয়ে সব দল, মত আমরা ঐক্যবদ্ধ। বিএনপি ব্যতীত অন্যান্য যারা রয়েছে সবাই আমাদের সাথে ঐক্যমত হয়েছে যে চুপ্পু চলে যাবে। কিন্তু বিএনপি বলেছে যে সঙ্কট থেকে যাবে। প্রক্রিয়াটা কী হবে সেটা আমরা যখন সেকেন্ড সংলাপটা শুরু করবো সেটার মধ্য দিয়ে বিস্তারিত বলবো।’

সোমবার এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here