জাতীয় দলের কোচ হওয়া নিয়ে যা বললেন সালাউদ্দিন

0
42

বাংলাদেশে ক্রিকেট কোচের তালিকায় আলোচিত যেসব নাম রয়েছে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলে সঙ্গে তাকে অনেকেই দেখতে চান। এ নিয়ে তিনি নিজেও একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন। এবার হাথুরুসিংহের বিদায়ের পর আরও একবার জাতীয় দলে কাজ করা নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন।
শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে নিজের কোচ হওয়ার বিষয়ে কথা বলেছেন।
সালাউদ্দিন বলেন, ‘(কাজ করা) কেন হয়নি এই কারণগুলো আমি আগেও একবার বলেছি। আমার সঙ্গে কথা হচ্ছে (এখন)। দেখি কী হয়। একেবারে যে ইচ্ছে নেই, তা নয়। ইচ্ছে আছে। কিন্তু সবকিছুই তো…একটা জিনিস আপনাদের বুঝতে হবে আমি বোর্ডের কর্মী নই। আমি শেষ ১০ বা ১৫ বছর ধরে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নই।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আমার পেট চালাতে হয়েছে বাইরের অর্গানাইজেশনের সঙ্গে। কোনো কিছু আমার হুট করে ফেলা আসাও সম্ভব না। আমি যদি বোর্ডের কোচ হতাম, যখন বলতো তখনই আমি ঢুকে যেতে পারতাম। কিন্তু এখানে তো আমার অনেক কিছু চিন্তা করতে হয়।’
সালাউদ্দিন বলেন, ‘কারণ তারা আমাকে এত বছর খাইয়েছে, পরিয়েছে। তাদেরকে তো আমি হুট করে ফেলে আসতে পারব না। সবকিছু একটা সময়ের ব্যাপার এবং চিন্তা-ভাবনার ব্যাপার। সবকিছু যেন সুন্দর হয়, এটা হলে সবার জন্যই ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘দেখুন, সবকিছু যে অর্থনৈতিক ব্যাপার তা না। আমার একটা বাজে অভিজ্ঞতা কিন্তু আগে হয়েছে। আমি যখন সহকারী কোচ ছিলাম। সেটা হয়তো আমার মনের ভেতর এখনো আছে। যেহেতু আমি তখন সহকারী কোচ ছিলাম, হঠাৎ করে আমাকে কেউ জানে না, আমি বাসায় বসে টিভিতে দেখব বাচ্চা কোলে নিয়ে; সেটা তো আমাকে হিট করতেই পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here