‘জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন’

0
11

জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মাওলানা মো: শাহজাহান চৌধুরী বলেছেন, ‘জামায়াত ইসলামীকে স্বাধীনতাবিরোধী সংগঠন বলে নিষিদ্ধ করতে গিয়ে ফ্যাসিস্ট, গণহত্যাকারী শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন।’

তিনি আরো বলেন, ‘১৭ বছর জামায়াত-শিবিরের ওপর নির্যাতন চালানোর পরও আমরা কেউ পালিয়ে যাইনি কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ এক মাসও টিকতে পারেনি।’

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে পৌরসভা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর রাঙ্গামাটি শহরে পৌর জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশে হাজারো নেতা-কর্মী যোগ দেন।

সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘বিগত ১৫ বছর সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা খোলা মনে কথা বলতে পারিনি। মানুষের কল্যাণে কাজ করতে পারিনি। রাজনৈতিকভাবে আমাদের ওপর জুলুম-নির্যাতন করা হয়েছে। অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জেলে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে খুন-গুমের মাধ্যমে ত্রাসের রাজত্ব চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে সফল বিপ্লব সাধিত হয়েছে তা সমুন্নত রাখতে হবে।’

আগামী নির্বাচনে সৎ, যোগ্য এবং তাকওয়াবান নেতৃত্ব তৈরি করে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করতে দলের নেতাকর্মীদের কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি আগামীর বৈষম্যহীন, শোষণহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলার মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা আওয়ামী লীগ প্রদর্শন করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় সবচেয়ে বেশি নির্যাতিত ও জুলুম হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের। অথচ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর কোনো প্রতিশোধ নেয়নি। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই এর জবাব দিতে হবে।’

রাঙ্গামাটি পৌর জামায়াতের আমির মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক মো: আব্দুল আলীম, জেলা জামায়াতের নায়েবে আমির মো: জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, রাঙ্গামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ, রাঙ্গামাটি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, এলডিপির জেলা সভাপতি দিবাকর দেওয়ান, রাঙ্গামাটি জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাপ্তাই উপজেলা আমির মো: হারুন অর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো: শহীদুল ইসলাম, সেক্রেটারি মো: রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে কর্মী সম্মেলন উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা আল আমিন সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে এসে সমাবেশে যোগ দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here