‘তুই আমায় ধর্ষণ করবি, ভাবতেই পারছি না’

0
79

ভারতীয় অভিনেত্রী জোজো মুখোপাধ্যায়, গানের দুনিয়ায় তিনি মিস জোজো নামে বেশ জনপ্রিয়। ভারতীয় এই শিল্পী স¤প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি অভিজ্ঞতা তুলে ধরেছেন।
অতীতের স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের জন্য অনেক কিছুই করতে হয়, সেটা একদম পরিষ্কার।
অভিনেতা টোটা রায়চৌধুরীর সঙ্গে এক দৃশ্যের কথা বর্ণনা করতে গিয়েই হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘প্রভাত দার সিনেমা তো, বুঝতেই পারছেন। টোটা দা আমায় পুরো কাঁধে তুলে ঘোরাবে, এমন একটা দৃশ্য। বর্তমান সময়ে সেই দৃশ্যকে পুরো ক্লাইম্যাক্স হিসেবে বর্ণনা করা যায়।
তিনি আরও বলেন, আর টোটা ছিল আমার খুব ভালো বন্ধু। আমি একটা পোড়া বাড়িতে দৌড়াচ্ছিলাম। তখন অনেক শট বাতিল হয়ে যায়। তখন প্রভাত দা খুব রেগে যান। খুব বকা-ঝকা করেন। টোটা তখন ভয়ে ভয়ে আমাকে বলছিল, জোজো সিরিয়াস হ। আমি তখন বললাম আরও সিরিয়াস হতে হবে। তুই আমায় ধর্ষণ করবি? আমি ভাবতেই পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here