দক্ষিণ গাজায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২ ইসরাইলি সেনা নিহত

0
38

দক্ষিণ গাজায় বুধবার ভোরে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যানিয়েল আলোশ (৩৭), মেজর (অব.) টম ইশ-শালোম (৩৮)।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২৩তম স্কোয়াড্রন থেকে একটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মঙ্গলবার রাতে রাফায় যায়। সেখান থেকে তারা আহত এক প্রকৌশলীকে সরিয়ে আনার কথা ছিল। কিন্তু হেলিকপ্টারটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তাই দুর্ঘটনার শিকার হয়ে ওই দুই সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, হেলিকপ্টার ধ্বংসের প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। হেলিকপ্টারটি দক্ষিণ গাজার শহর রাফায় অবতরণের সময় বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, এই দুই সেনা নিহতের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩৪৪ হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here