দিসানায়েককে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঘোষণা

0
35

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অনুরা কুমার দিসানায়েককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন আজ রোববার এই ঘোষণা দেয়। আগামীকাল সোমবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

বাম ঘরানার ৫৫ বছর বয়স্ক পিপলস লিবারেশন ফ্রন্ট জোটের প্রার্থী ৪২.৩১ শতাংশ ভোট পেয়েছেন বলে কমিশন জানিয়েছে।
বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংগে পেয়েছেন ১৭.২৭ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট এখন পর্যন্ত পরাজয় স্বীকার না করলেও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরে বলেন, এটা পষ্কিার যে দিসানায়েক জয়ী হয়েছেন।

শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় রাউন্ড ভোট গণনা করে প্রেসিডেন্ট পদে বিজয়ী নির্ধারণ করা হলো। কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ ভাগ না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা করা হয়।

নতুন প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রয়াস চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : আল জাজিরা এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here