দ্বিতীয় পর্যায়েও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

0
5

আমেরিকা থেকে আরো ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৫৭ জন অবৈধবাসী বহনকারী তৃতীয় মার্কিন বিমানটিও রোববার অমৃতসরে অবতরণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকি নারীদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন।

এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সাথে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল।

এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, ‘যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here