নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

0
42

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়া মেয়েদের ৩২ রানে হারিয়ে ১৫ বছরের অধরা স্বপ্ন পূরণ করেছে কিউইরা।
এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার সুযোগ হাতছাড়া করেনি কিউই মেয়েরা।
অন্যদিকে নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের গত আসরেও ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১৯ রানে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এবারও ভাগ্যে শিকে ছিঁড়লো না দক্ষিণ আফ্রিকার। ছলছল চোখে মাঠ ছাড়তে হলো প্রোটিয়াদের।
চলতি বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। ফলে দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ ট্যাগ যেন দিনেদিনে আরও স্থায়ী হচ্ছে।
রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১২৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৩ রান করেন অ্যামেলিয়া কের। ২৮ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রæকি হালিডে। অভিজ্ঞ ওপেনার সুজি ব্যাটস করেন ৩১ বলে ৩২ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রান করেন লরা উলভারডট। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ১৭ রান করেন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। মিডলঅর্ডারে ১৬ বলে ১৪ রান নেন চোল ট্রায়ন।
ব্যাটে হাতে ৪৩ রান আর বল হাতে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ফাইনালসেরা হন অ্যামেলিয়া কের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here