বণার্ঢ্য আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো আওয়ামী লীগের ৭৫ বছর জন্ম জয়ন্তী উৎসব। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ইতিহাসে এই প্রথম এতও জাকজমকপূর্ন আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আয়োমীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কতৃর্ক কমিটি পুর্নবিন্যাস ও পুর্নগঠনের পর প্রাণ ফিরে পেয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি। তার বহিঃপ্রকাশ পায় রোববার ২৩ জুন জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে।
ডাইভারসিটি প্লাজায় ট্রাকের ওপর স্থাপিত ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সময়কালের নানা ইতিহাস । ইতিহাসের স্বাক্ষর মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, শামসুল হক, মাওলানা আব্দুর রশীদ তর্ক বাগীশ, তাজউদ্দীন আহমেদ ও শেখ হাসিনা সহ অনেক নেতানেত্রীর প্রতিচ্ছবি পর্দায় ভেসে উঠছিল। বেজে উঠছিল ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষন। ডাইভারসিটি প্লাজা ছিল আওয়ামী লীগ সর্মথিত নেতা কর্মিদের পদভারে মুখরিত। সবাই জন্ম উৎসবের ব্যাজ পড়ে ও ফেস্টুন হাতে নিয়ে পথ শুভযাত্রায় শুভ শুভ জন্মদিন বলে শ্লোগান দিচ্ছিলেন। কেক কেটে নিজ হাতে নেতা কর্মিদের হাতে তুলে দিচ্ছিলেন সভাপতি ড. সিদ্দিকুর রহমানের স্ত্রী সাহানা রহমান। মনিকা রায় চৌধুরীর নেতৃত্বে শিল্পীদের দেশাত্মবোধক গানগুলো সবার মন জয় করে। অনুষ্ঠানের শেষে নেতাকর্মি ও সাধারন মানুষের মাঝে বিরানী বিতরন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ড, সিদ্দিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউইয়র্কে ইতিহাস তৈরি করলো। প্রবাসে হাজারো মানুষের উপস্থিতিতে সংগঠনের জন্মদিন উদযাপন এটাই প্রথম। এ জন্য প্রবাসের নেতাকর্মিদের অসংখ্য ধন্যবাদ। অনেক বক্তা বলেন, ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠন উজ্জীবিত ও এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসলে কিছু ঘুমন্ত নেতা নামধারী চক্রান্তকারি ষড়যন্ত্রে মেতে উঠেন। এবার তা হতে দেব না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক আব্দুল হামিদ। বক্তব্য রাখেন সহ সভাপতি ডা: মাসুদুল হাসান,সামছুউদ্দীন আজাদ,লুৎফর করীম,কাজী কযেস,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন,তারিকুল হায়দার চৌধুরী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ,নিউইয়র্ক মহানগর আওযামী লীগের সভাপতি রফিকুর রহমান,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দীন,প্রবাসী কল্যাণ সম্পাদক নাফিকুর রহমান তুরান,অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সরিফ কামরুল হিরা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক আলীয় হোসেন গজনবী,উপদপ্তর সম্পাদক আব্দুল মালেক,যুক্তরাষ্ট্র আওযামী লীগের কার্ষকরি সদস্য সাহানারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধো সিরাজ উদ্দীন সরকার,আবুল কাসেম,বুদরুজ্জামান পান্না,সাইফুল আলম,এবাদুল হক,শাহ আল শফি আনসারী,মো:হারুন অর রশীদ,ফুয়াদ হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি নেত্রী মমতাজ শাহনাজ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী,যুগ্নসাধারন সম্পাদক আশরাফ আলী খান লিটন,সাংগঠনিক সম্পাদক গনেশ কীর্তনিয়ী,যুবলীগ নেতা সেবুল মিয়া,যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন,যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবক নেতা গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ,প্রমুখ।