ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হচ্ছে প্রতিদিনই। বাংলাদেশী ব্যবসায়ীরা নিউইয়র্ক সিটিতে সুনামের সাথে ব্যবসা করছেন। তারা আমেরিকার মূলধারার সাথেও সম্পৃক্ত হচ্ছেন। পাশাপাশি বাংলাদেশী আমেরিকান নতুন প্রজন্ম ব্যবসা-বাণিজ্যে সফলতার সাথে এগিয়ে আসছে। নতুন প্রজন্মের আমেরিকান বাংলাদেশীরা মেধাবী এবং দেশপ্রেমিক। তারা আমেরিকায় জন্ম নিয়েও বাঙালি ভাষা-সংস্কৃতি ও মূল্যবোধকে প্রাধান্য দেয়।
বাংলাদেশী-আমেরিকান পরিচালিত আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হলো কুইন্সের কিউগার্ডেন এলাকায়। এটি মেডিকেল থেরাপি, স্পা সহ যাবতীয় স্কিন কেয়ারের অত্যাধুনিক প্রতিষ্ঠান। সূর্য তালুকদারের মালিকানা ও পরিচালনায় এই প্রতিষ্ঠানের নাম এ্যাসেন্ড। গত ৩০ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এই এ্যাসেন্ড ওয়েলনেস এন্ড মেডিকেল স্পা’র উদ্বোধন করা হয়।
ফিতা কাটেন এই প্রতিষ্ঠানের সিইও সূর্য তালুকদার। এই সময় সূর্য তালুকদারের সাথে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, এসেম্বলির্যনা জেনিফার রাজকুমার সহ নিউইয়র্ক সিটির স্মল বিজনেস সার্ভিস ও অন্যন্য অফিসের প্রতিনিধিবৃন্দ। তারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন প্রজন্মের বাংলাদেশীরা যে দক্ষতার সাথে তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য ধন্যবাদ জানান। ডেভিড ওয়েপ্রিন ও জেনিফার রাজকুমার সূর্য তালুকদারের হাতে সাইটেশন তুলে দেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদারও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সূর্য তালুকদার, রতন তালুকদারের একমাত্র পুত্র।








