জন্মভূমি প্রতিবেদক : নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটের ওমশক্তি মন্দিরে গত ১১ই মার্চ শনিবার দিনব্যাপী গৌর পূর্ণিমা পালিত হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলো থার্কন নিউ ইয়র্ক। অনুষ্ঠান সূচীতে ছিলো অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজন কীর্তন, পূজা-অর্চ্চনা, ভগবত কথা, কৃষ্ণ নৃত্য ও আরতি।
এদিকের অনুষ্ঠানে ওমশক্তি মন্দিরে ভেতর তিল পরিমাণ জায়গা ছিলো না। বিপুল ভক্তের পদচারণায় অনুষ্ঠান স্থল উপছে পড়ে। নিউইয়র্ক ইসকনের সম্ভাব্য দল ও নেতৃস্থানীয় কর্মকর্তারা দক্ষতার সাথে এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটায়।
হরে কৃষ্ণ নামহাট্টা সোসাইটির এই অনুষ্ঠানে ইসকনের এইছএইছ চন্দ্রশেখর মহারাজ, এইছ জি হংলশরুপা প্রভূ, প্রাণ গবিন্দ প্রভ’, গৌরাঙ্গ মহাপ্রভূকে নিয়ে তার বক্তব্য প্রধান করেন।
অনুষ্ঠানে আগত ভক্তদের কর্তৃপক্ষ ধন্যবাদ জানায়, অনুষ্ঠানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অভিষেক ও সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।