পাশ করলেন সাকিব আল হাসান, উৎরে গেলেন চ্যালেঞ্জ। বোলিং করতে আর কোনো বাধা রইল না তার। ইংল্যান্ডে তৃতীয় ধাপের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বোলিং নিয়ে অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন।
এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে দু’দফায় পরীক্ষা দেন সাকিব। তবে বোলিং ত্রুটিযুক্ত থাকায় পাশ হতে পারেননি। উল্টা সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।
অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই দেখা যাবে কিনা, তা নিয়ে আছে সন্দেহ।
সাকিবের এই ফিরে আসার প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদি। কাউন্টিতে যে সারে ক্লাবের হয়ে খেলে নিষিদ্ধ হয়েছিলেন, সেই দলের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সাথেই বোলিং নিয়ে কাজ করতে থাকেন তিনি।
যদিও একটা ভয় থেকেই যাচ্ছে। আইসিসির নিয়ম অনুযায়ী, একবার নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর ফের যদি কখনো অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়, তখন পরবর্তী এক বছরের জন্য তিনি নিষিদ্ধ থাকবেন।
ফলে বোলিংয়ে ফিরতে যাওয়া সাকিবকে বাড়তি সতর্কও থাকতে হচ্ছে। যার প্রভাব তার বোলিংয়ে না পড়লেই হয়।