‘বউ সাজা’ সেই অভিনেত্রী খুঁজছেন পাত্র

0
15

এফডিসিতে সম্প্রতি বউয়ের সাজে গিয়েছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বউয়ের সাজে আসায় তাকে নিয়ে বেশ আলোচনা হয়।
বিয়ের সাজের রহস্য জানাতে গিয়ে ববি বলেন, আমার বিয়ের কথা যদি বলেন, তবে ভালো পাত্র পেলেই বিয়ে করব। চারদিকে এত বিয়ে ভাঙছে, এসব দেখে ভয় পাই। তবে ভালো কাউকে পেলে বিয়ে করে ফেলব।
অভিনেত্রী আরও বলেন, সেদিন ‘বউ’ সিনেমার মহরত ছিল বলে এমন সাজে এফডিসি গিয়েছিলাম। অন্য কোনো কারণ নেই। অনেক দিন পর সিনেমার মহরতে গিয়ে খুবই আনন্দে সময় কেটেছে।
ববি আরও বলেন, এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুড়ির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো খুব দেখা যায় না। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এ সমস্যা দূর করা সম্ভব। এমন কিছু বিষয় এ সিনেমার গল্পে দেখা যাবে।
তিনি আরও বলেন, আমি বাস্তব জীবনে চাই আমার যেখানে বিয়ে হবে সেই পরিবারের সবাইকে আপন করে নেব। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।
ববি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। সিনেমার কাজও খুব বেশি হচ্ছে না। দেশের প্রায় সব বিনোদনের জায়গাতে একই অবস্থা। আশা করছি এই অস্থির সময় শেষে সব আবার ঘুরে দাঁড়াবে। আমি পজিটিভ মানুষ সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।
ডিসেম্বরে ‘বউ’ সিনেমার শুটিং হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here