বাংলাদেশের বিপক্ষে হেরে যা বললেন ডাচ অধিনায়ক

0
73

এই ম্যাচ আগেও বাংলাদেশের সমান অবস্থানে ছিল নেদারল্যান্ডস। সুপার এইটের দৌড়ে দাঁড়িয়েছিল পাশাপাশি। তবে শেষ পর্যন্ত সেই দৌড়ে ডাচদের পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। ২৫ রানের জয় তুলেছে নাজমুল শান্তর দল। তাতে অনিশ্চয়তায় পড়ে গেছে স্কট এডওয়ার্ডসের দলের সুপার এইটে খেলা। কেননা, সেটি করতে এখন শ্রীলংকাকে হারাতে হবে তাদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের হারের। সেই সঙ্গে মেলাতে হবে নেট রান রেটের জটিল অংক। এতকিছু পক্ষে আসা যা বেশ কঠিনই বলা যায়। ডাচ অধিনায়কও জানালেন সে কথায়। বুঝিয়ে দিলেন তাদের স্বপ্নটা শেষ এখানেই।
বাংলাদেশের সঙ্গে ঠিক কোথায় হেরে গেল ডাচরা। বা কোথায় এগিয়ে ছিল বাংলাদেশ। এমন প্রশ্নে ম্যাচ শেষে এডওয়ার্ডস জানান, ‘আমরা তিনটি বিভাগেই তাদের কাছে হেরে গেছি। কৃতিত্বটা বাংলাদেশের, তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমরা জয়ের যোগ্য ছিলাম না। তারা উইকেট হাতে রেখেছিল। কারণ তারা জানত বাতাসের বিপরীতে বাউন্ডারিতে বল করা কঠিন হবে। আমরা সেটাই করতে পারেনি।’
একটা সময় পর্যন্ত বাংলাদেশের চেয়ে এগিয়েই ছিল ডাচরা। মনে হচ্ছিল সহজ জয়ের পথেই রয়েছে তারা। ম্যাচে বাংলাদেশ যেখানে দলীয় শত রান পেতে লাগিয়েছে ১৪ ওভার। সেখানে সেটা ৪ বল আগেই ছুঁয়েছে ডাচরা। এরপরও শেষ পর্যন্ত ২৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর এর দায়টা যে ব্যাটারদের সেটা জানিয়েছেন এডওয়ার্ডস। তবে তাদের ভালোই জানা ছিল ডেথ বোলিংয়ে ভয়ঙ্কর হবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here