বার্সার প্রথম হার, নিজেকেই দায়ী করলেন ফ্লিক

0
29

লা লিগায় বার্সার হেন্সি ফ্লিক যুগের সূচনা হয়েছিল উড়ন্ত। টানা ৭ ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলে রাজত্ব করছিল দলটি। এবার সেই দলটিকেই মাটিতে নামাল ওসাসুনা। বার্সাকে তারা হারিয়ে দিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এমন হারের পর নিজেকেই দায়ী করেছেন বার্সা কোচ।
ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের ৮৯ মিনিটে এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান লামিনে ইয়ামাল।
এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধে নিয়ে ফ্লিক বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’
দলে পরিবর্তন আনার ব্যাপারে ফ্লিক বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here