বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি অভিষেক

0
19

বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে কিছুদিন ধরে এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে।
বলিউড গুঞ্জন বলছে, বিচ্ছেদের বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাতও করেছেন ঐশ্বরিয়া-অভিষেকের। তবে গুঞ্জনে নানারকম কথা রটলেও, বিচ্ছেদের বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। উল্টো এসব প্রশ্ন সামনে এলে এড়িয়ে গেছেন দুজনেই!
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, অভিষেক বচ্চন এবার ১৩তম জন্মদিনেও আরাধ্যা বচ্চনকে অভিনন্দন জানাননি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের ১৬ নভেম্বর আরাধ্যা বচ্চন ১৩ বছরে পা দিলেও এ উপলক্ষে ঐশ্বরিয়া ও অভিষেক দুজনেই সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেননি।
মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট শেয়ার না করলেও স¤প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক আরাধ্যার ছোটবেলার বইয়ের কথা উল্লেখ করতে ভুলেননি।
নিজের নতুন ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আরাধ্যার শৈশবে তিনি আরাধ্যার একটি বই দেখেছিলেন যেখানে সাহসের কথা বলা হয়েছিল। এই বইটি তাকে তার সাহায্য ও সাহস অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।
অভিষেক বলেন, আরাধ্যা আমাকে কত বড় শিক্ষা দিয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।একবার আরাধ্যা যখন ছোট ছিল, একটি বই পড়ছিল। ওই বইয়ের একটি লাইন আমাকে এতটা স্পর্শ করেছিল যে সেটি আমার কাজের জন্যও খুবই সাহায্যকরী হয়েছিল। বইটির লাইন ছিল, সাহসী শব্দটি হল সাহায্য, কারণ যারা সাহায্য চায়, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস রাখে এবং এগিয়ে যেতে চায়।
অভিষেক বলেন, এই লাইনটি আমাকে আমার চরিত্র অর্জুনের জন্য সাহায্য করেছিল, কারণ ছবিতে আমি এমন একজন চরিত্রে অভিনয় করছি, যে বিশাল লড়াইয়ের মুখোমুখি হয়েও কখনো হাল ছাড়ে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here