ভারতের মহারাষ্ট্রে ‘অবৈধ বাংলাদেশী’দের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। পৃথক দুটি স্থান থেকে আটক করা হয়েছে আটজনকে। তাদের মধ্যে রফিক শেখ (৪১) নামে একজন আছেন, যিনি গত ২০ বছর ধরে সেখানে অবস্থান করছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, পুলিশ ভিওয়ান্ডির খালহের এলাকা থেকে প্রথম অভিযানে চারজনকে আটক করে। তারা গত ২-৩ বছর ধরে সেখানে অবস্থান করছিলেন এবং শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তাদেরকে নারপোলি থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর অভিযানে ভিওয়ান্ডির কংগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন রফিক শেখ, তার ভাই মাহমুদুল (২২), কাজের লোক আনসার চৌধুরী (৩৫) ও শিভালি শিশেব (৩৩) নামে অপর এক নারী।
পুলিশ জানিয়েছে, রফিক শেখ প্রথমে ভারতে আসেন। পরে তার ভাই ও কর্মচারীকে আনেন।
এদিকে, ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, রোববার (২২ ডিসেম্বর) দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশীকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের ১২ ঘণ্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।