ভারতে পা চাটতে বাধ্য করা হলো দলিত যুবককে

0
134

ভারতের সোনভদ্র জেলার একটি গ্রামে এক দলিত যুবককে পা চাটতে বাধ্য করেছেন স্থানীয় এক লাইনম্যান। এ ঘটনায় অভিযুক্ত লাইনম্যানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) উত্তরপ্রদেশের ওই গ্রামে এ ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানভিত্তিক সিয়াসত ডেইলি।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক দলিত যুবক তার আত্মীয়ের বাড়িতে বৈদ্যুতিক তার পরীক্ষা করার চেষ্টা করছিলেন। এ সময় সেখানে গিয়ে পৌঁছান লাইনম্যান। এরপর তাকে শাস্তি স্বরূপ পায়ের জুতা চাটতে ও স্কোয়াট করতে বাধ্য করা হয়েছে।

এ ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এরপর তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, অভিযুক্ত তেজবালি সিং প্যাটেলকে ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃত অবমাননা) ও ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো)-এর অধীনে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এসসি/এসটি আইনও নেয়া হয়েছিল।

সূত্র : সিয়াসত ডেইলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here