মাহমুদুর রহমান এর কান্ডজ্ঞানহীন বক্তব্যে বিস্মিত !!!

0
31

রতন তালুকদার,নিউইর্য়কঃ আমি উনাকে ব্যক্তিগত ভাবে চিনি, তবে উনার বক্তব্য শুনে মনে হয়েছে উনি বর্তমানে ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছেন, না হলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় সরকারের ছুটির বিষয়ে মিথ্যাচার করতেন না। আপনি জানেন কি ভারতে মুসলিমদের জন্য কেন্দ্রীয় সরকারের ছুটি ৬দিন ? পক্ষান্তরে হিন্দু সম্প্রদায়ের ছুটি ৮ দিন।
বিশ্বের প্রায় ১৭৫ টিরও বেশী দেশে ইস্কন জনপ্রিয় একটি সংগঠন। আমি নিউইয়র্ক থেকে আপনাকে চ্যালেন্জ করলাম পারলে আপনি ইস্কন বন্ধ করে দেখান? আপনাকে বলতে চাই সাম্প্রদায়িক বক্তব্য দেয়া বন্ধ করুন। আপনার বক্তব্যের মাঝে সন্ত্রাসী সংগঠন আইএসআই এর গন্ধ পাওয়া যায়, উস্কানীমুলক সাম্প্রদায়িক বক্তব্য কেবল সহিংসতার দিকে উসকে দেয়।
দেশের বৃহত্তম দল বিএনপিকে পাত্তা না দেওয়ার পরামর্শ ও ড. ইউনুসকে ক্ষমতা ছাড়তে বলার আপনি কে ? নাকি উপদেষ্টা পরিষদে নিয়োগ না পেয়ে আশাভঙ্গের বেদনায় ভুগছেন?
বাংলাদেশে নাগরিক হিসেবে আপনার যেমন অধিকার তেমনি একজন হিন্দুরও সমান অধিকার আছে। কারন ৭১-এ এই দেশ ৪৭ এর মতো দ্বিজাতিতত্বের ভিত্তিতে স্বাধীন হয়নি ।
আপনার ভারত এলার্জি থাকতেই পারে , যা নিতান্তই আপনার ব্যক্তিগত।
তবে কারনে অকারনে মিথ্যাচার করে ভারত বিরোধীতা সাম্প্রদায়িক সম্প্রীতির অন্তরায়।

তাই হে বন্ধু সাধু সাবধান…..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here