মুশফিকের অবসরের ঘোষণা

0
10

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফেসবুকে মুশফিকুর রহিমের দেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’

‘আজকের মত ওডিআই ফরম্যাটের অবসরের ঘোষণা দিচ্ছি।’

‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল, একটা জিনিস নিশ্চিত: যখনই আমি দেশের জন্য মাঠে নামলাম, আমি ১০০% এর বেশি দিয়েছি নিষ্ঠা ও সততার সাথে।’

‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: “ওয়া তু’ইজ্জু মান তাশা’ ওয়া তু’যিলু মান তাশা’”- “এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। ” (৩:২৬)’

‘সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

‘অবশেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

‘জাযাকাল্লাহ খাইরান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here