নিউইয়র্ক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে গুলিতে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৩:৩০-এ গোশেন প্রপার্টিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে ১৭ বছর বয়স্কা এক মা ও ছয় মাসের একটি শিশু রয়েছে।
পুলিশ দুজনের লাশ রাস্তায় এবং অপর চারজনের লাশ একটি বাড়ির ভেতরে পায়।
শেরিফ ঘটনাটিকে ‘নৃশংস হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করে বলেছেন, ঘাতকদের খুঁজছে পুলিশ।
পুলিশ ধারণা করছে, পরিবারটি কোনো দুর্বৃত্ত দলের সদস্য ছিল। তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
টুলার কাউন্টি শেরিফ মাইক বর্দু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র এক সপ্তাহ আগে মাদকের সন্ধানে একই বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছিল।
তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ পৌঁছার সময় একজন তখনো জীবিত ছিল। তারা তাকে হাসপাতালে ভর্তি করায়। তবে সেখানে সে কিছুক্ষণ পরে মারা যায়।
তদন্তকারীরা বলছে, অন্তত দুজন হত্যাকারী এতে অংশ নিয়েছিল।