রেড্ডির নায়কোচিত সেঞ্চুরি, লড়াই করছে ভারত

0
7

নীতিশ কুমার রেড্ডির বীরোচিত শতকে মেলবোর্নে লড়াই করছে ভারত। ফলোঅনের শঙ্কা উড়িয়ে শেষ করেছে তৃতীয় দিন। যদিও এখনো লিড ভাঙতে দরকার ১১৬ রান। তবে বক্সিং ডে টেস্টে দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়াই।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের বিপরীতে পাঁচ উইকেটে ১৬৪ রান তুলে গতকাল দ্বিতীয় দিন শেষ করে ভারত। আজ দিনের শুরুতে সুবিধা করতে না পারলেও ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে সফরকারীরা।

শনিবার দিনের শুরুটা ভালো হয়নি ভারতের। অজি বোলারদের তোপে ২২১ রানে হারিয়ে ফেলে সাত উইকেট। আগের দিনের দু’অপরাজিত ব্যাটার রিশাভ পান্ত ও জাদেযা ফেরেন থিতু হয়েও। পান্ত ২৮ ও জাদেযা করেন ১৭ রান।

এরপরই হাল ধরেন নীতিশ। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জমিয়ে তুলেন জুটি। দু’জনে মিলে ২৮৫ বলে যোগ করেন ১২৭ রান। ১৬২ বলে ৫০ করে আউট হন সুন্দর। শতক থেকে তখন মাত্র তিন রান দূরে নীতিশ।

এক রান দূরে থাকতে আউট হয়ে ফেরেন বুমরাহ। নীতিশের সেঞ্চুরি নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়েই টেস্ট ক্রিকেটে প্রথমবার তিন অংকের ঘরে পৌঁছান নীতিশ। ১৭৬ বলে ১০৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন। সাথে আছেন সিরাজ (২*)।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও বোল্যান্ড পান তিনটি করে উইকেট, নাথান লায়নের দুই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here