ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বাংলাদেশে রোহিঙ্গাদের চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে বৈঠকের পর তিনি বলেন, ‘এই সঙ্কট ভুলে যাওয়ার নয়। ইইউ ২০১৭ সাল থেকে ২৮৭ মিলিয়ন ইউরোসহ বৃহত্তম মানবিক সহায়তাদানকারীদের মধ্যে একটি।
তারা বর্তমান সময়ে বৈশ্বিক সঙ্কট- জলবায়ু পরিবর্তন ও স্বল্পোন্নত দেশগুলোর দুর্বলতা এবং একইসাথে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আলোচনা করেছেন।
শাহরিয়ার বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিশ্ব-সংক্রান্ত বিষয়ে কথা বলতে ইইউ-এর পররাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের সাথে দেখা করে ভালো লাগছে।’
সূত্র : ইউএনবি