লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ইসরাইল দায়ী: হিজবুল্লাহ

0
42

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা এ পর্যন্ত আট। আহত হয়েছেন ২ হাজার ৭৫০ জন।
হিজবুল্লাহ বলছে, সব তথ্য-প্রমাণ যাচাইয়ের পর আমরা বুঝতে পেরেছি যে, এ নৃশংস বিস্ফোণের জন্য ইসরাইল দায়ী।
এ সময় হিজবুল্লাহ জানায়, ফিলিস্তিনকে তারা সহায়তা করে যাবে। আর লেবাননে ইসরাইলের এমন কর্মকাণ্ডের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এ বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। তিনি একটি পেজার ব্যবহার করতেন। দূতাবাস বলছে, রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়।
লেবানন সরকারের এক মুখপাত্র এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করে বলেন, এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। দেশটির তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।
তবে এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here