শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সা

0
5

শিরোপার লড়াই জমিয়ে তুললো বার্সেলোনা। গত রাতে রায়ো ভ্যালেকানোকে হারিয়েছে তারা। দারুণ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদকে।

ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোর মুখোমুখি হয় বার্সা। যেখানে লেভানডফস্কির একমাত্র গোলে ১-০ সফরকারীদের হারায় তারা।

শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বার্সা। আক্রমণেও উঠে আসে বেশ কয়েকবার। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮তম মিনিটে সফল স্পট-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন লেভানডফস্কি।

মূলত ভাইয়েকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হওয়ায় ভিএআর চেক করে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এই নিয়ে মৌসুমে লা লিগায় ২৩ ম্যাচে ২০তম গোল লেভানডফস্কির। যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের চেয়ে ৩টি বেশি।

৩১তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। বক্সে ভাইয়েকানো বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ায় সুযোগ পান লামিনে ইয়ামাল। তরুণ স্প্যানিশ উইঙ্গারের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তো।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান লেভানডফস্কি। আর ৭২তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। তার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ১০ মিনিট পর তার আরেকটি শট ঠেকান গোলরক্ষক।

ফলে ১-০ গোলে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে বার্সা। মূলত এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদ নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারানোয় এই সুযোগ পেয়ে যায় তারা।

২৪ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৫১। সমান ম্যাচে রিয়ালেরও অবশ্য পয়েন্ট ৫১। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে কাতালানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here