সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি

0
30

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব আল হাসান। যদিও দেশে ফিরে এই সিরিজে আদৌ ‘নিরাপত্তা’ শঙ্কায় থাকা সাকিবের খেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো সূচিতে বলা হয়, ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
১৮-২০ অক্টোবর মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। ২১ অক্টোবর মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই সিরিজে প্রোটিয়াদের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে বাংলাদেশ সফর করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধিদল সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হওয়ায় সিরিজে অংশ নিচ্ছে তারা। এর পরপরই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here