এবার সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রতিষ্ঠানটি তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এ সম্মাননা জানায়।
টানা দ্বিতীয়বার সাফ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ টাকা করে এবং কোচদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেয়া হয়। আর্থিক পুরস্কার ছাড়াও সাফজয়ী দলের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট এর বিপরীতে দেশে-বিদেশে ব্যবহারযোগ্য একটি করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ হাশেম।