সিরিয়ার বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দামেস্কের সামরিক বিমানবন্দরগুলোতে হামলা শুরু করেছে ইসরাইল। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া সিরিয়ার পতিত সরকারের অস্ত্র ডিপোতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তারা জানিয়েছে, বিদ্রোহীরা যেন ওই পর্যন্ত পৌঁছাতে না পারে এবং ওসবের নিয়ন্ত্রণ না নিতে পারে, সেজন্য এই হামলা চালানো হয়।
এদিকে, সিরিয়াগামী একটি কাফেলায়ও তারা হামলা করেছে ইসরাইল। ধারণা করা হচ্ছে, সেটি হিজবুল্লাহর যোদ্ধাদের কাফেলা ছিল।
সূত্রটি আরো জানিয়েছে, ওই কাফেলায় অন্তত ১০০টি গাড়ি ছিল। যার মধ্যে কিছু সাঁজোয়া যানও ছিল।
সূত্র : আল জাজিরা