স্ত্রীর প্রতি প্রেমের কারণ প্রকাশ্যে আনলেন ভিকি

0
26

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রসায়ন প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ মুহূর্তে বিনোদন জগতের বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম ‘পাওয়ার কাপল’ এ দম্পতি।
মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।
জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেনÑ ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এর পর ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা।
স¤প্রতি তাদের দীপাবলি উদযাপনের ছবি সাড়া ফেলেছে নেটপাড়ায়। তাদের রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার ঝড় ওঠে। এ বিষয়ে ভিকি জানালেন তার মনের কথাÑ ঠিক কোন কারণে স্ত্রীকে এত ভালোবাসেন তিনি।
এ নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। অভিনেতা বলেন, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয়; বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। তিনি বলেন, আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়; সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়, সেটি ক্যাটরিনার আছে। ভিকি বলেন, তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটিও আমি শিখি।
তিনি বলেন, একটা সময় নিজেকে নিয়েও নানা ধন্দে ছিলাম। কিন্তু সঙ্গী হিসাবে সেই সব শূন্যতাও পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কীভাবে চলতে হয়, তা-ও শিখিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতিমুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে ‘মাসান’-এর অভিনেতা ভিকিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here