‘স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি’

0
15

স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তারা বলেন, স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করেন। এতে নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় তারা বলেন, ‘বাংলাদেশের সব বৈষম্য দূরীকরণে যেই বিপ্লব সংঘটিত হয়েছে তার ফলাফল ‘শূন্য’ হতে চলেছে। কারণ বর্তমানে সরকারও একইভাবে বৈষম্য জারি রেখে চলছে। এ সরকারকে কেন নির্দিষ্ট কোনো বিভাগ থেকে এত সংখ্যক উপদেষ্টা দিতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে তো দেশের প্রতিটি বিভাগের মানুষই অংশ নিয়েছেন।’

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, রাশেদ রাজন, মো. রাতুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here