ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসার আগে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কিকে তিনি অনেক সম্মান করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কিয়ার স্টারমারের সাথে আলোচনার পর ট্রাম্প এ মন্তব্য করেন।
এ সময় সাংবাদিকরা জেলেনস্কির সাথে আসন্ন বৈঠকের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার ধারণা আগামীকাল আমাদের আলোচনা ফলপ্রসূ হবে।’
আজ শুক্রবার ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার-বিষয়ক চুক্তি নিয়ে জেলেনস্কি ও ট্রাম্পের একসাথে হোয়াইট হাউজে বসার কথা রয়েছে।
এদিকে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলার কারণে ক্ষমা চাইবেন কি না- বিবিসির এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলেছিলাম? আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা।’
এ সময় তিনি জেলেনস্কিকে ‘খুব সাহসী’ বলেও অভিহিত করেন।
তিনি আরো বলেন, ‘শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।’
এর আগে, ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেন, ‘আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিত ছিল। এটি শুরুই করা উচিত হয়নি। আপনি একটি চুক্তি করতে পারতেন।’
তবে জেলেনস্কি আশা করছেন, আজ শুক্রবারের বৈঠক থেকে তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পাবেন। এ বৈঠক সম্ভাব্য শান্তি চুক্তিরও ভিত্তি হতে পারে। তিনি আজ ইউক্রেনের বিরল খনিজ সম্পদে যুক্তরাষ্টের প্রবেশাধিকার-বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন।
ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি উল্লেখ করে জানান, ইউক্রেনে মার্কিন খনির কার্যক্রম রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে প্রতিরোধক হিসেবে কাজ করবে।
ট্রাম্প জানান, তিনি অনেক বিষয়ে উদার। কিন্তু তিনি চান, যে ব্যবস্থা নেয়া হবে তা নির্ধারিত হওয়ার আগে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির বিষয়ে সম্মত হোক।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আপনি বলতে পারেন এটি একটি ব্যাকস্টপ। ইউক্রেনে আমাদের কর্মীরা থাকলে এবং আমরা যদি আমাদের দেশের জন্য প্রয়োজনীয় বিরল খনিজ ও অন্যান্য জিনিস নিয়ে কাজ করি, আমার মনে হয় না যে সেখানে কেউ আক্রমণ করবে।’
সূত্র : বিবিসি