হ্যাটট্রিক করে রেকর্ডবুকে তৃষ্ণা

0
153

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। টানা দুই ম্যাচেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। গতকাল দ্বিতীয় টি-২০ ম্যাচে তারা জয় পেয়েছে ৫৮ রানে। তবে এ ম্যাচে বড় প্রাপ্তি পেসার ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক।
গতকাল অস্ট্রেলিয়ার মেয়েদের ইনিংসে বিশতম ওভারে বোলিং করতে গিয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তৃষ্ণা শিকার করেন এলিস পেরি, সোফি মলিনেক্স এবং বেথ মুনির উইকেট। এতেই রেকর্ডবুকে স্থান করে নেন তৃষ্ণা। এর আগে ২০২২ সালে এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে একাধিক হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তৃষ্ণা। এর আগে এ কীর্তি আছে কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here