২ বছরের মধ্যে সবচেয়ে ভালো সপ্তাহ পার করল স্বর্ণের বাজার

0
24

বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল গত সপ্তাহে। শুক্রবার তা পৌঁছে ২ হাজার ৭০০ মার্কিন ডলারে।

স্পট মার্কেটে ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ২ হাজার ৭০৯ দশমিক ২৪ ডলার। গত ৬ নভেম্বরের পর এটাই সর্বোচ্চ দাম।

বুলিয়ন স্বর্ণের দাম এই সপ্তাহে ৫.৭ শতাংশের বেশি বেড়েছে। গত বছরের মার্চের পর থেকে এটি সেরা সাপ্তাহিক রেট। ওই সময় ব্যাংক খাতে একটি বড় ধরনের সঙ্কটের সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ সম্পদের ধিকে ঝুঁকে।

এদিকে, বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরদিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে স্বর্ণ। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৪৭ দশমিক ১০ ডলারে নেমে যায়।

বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে যেমন স্বর্ণের দাম বাড়ানো হয়েছে, তেমনই বিশ্ববাজারে দরপতন দেখা দিলে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়। ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯ হাজার ১৭ টাকা।

সূত্র : রয়টার্স ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here