রোজার কবিতা

0
195

কেমন তোদের লোভ?

আতিকুর রহমান

রোজা হলো পবিত্র মাস

রবের সেরা দান

তখন সবাই বেশি বেশি 

গাই যে রবের গান।

মনটা সবার থাকে নরম 

রবকে করে ভয়

ব্যবসায় বসে ঠিক তখনই 

করিস যে নয়-ছয়।

গরিব লোকের হয়না খাওয়া 

ভালো কিছু তাই

লোভে পড়ে তোদের ভেতর 

আল্লাহর ভয় নাই।

রোজাদারের অভিশাপে 

জমবে তোদের পাপ

আগুন কুপে হাশর মাঠে 

দিতে হবে ঝাঁপ ।

______________________

আতিকুর রহমান 

বি-পাড়, কুমিল্লা ।

সৌদি প্রবাসী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here