স্বাধীনতা কতটা স্বাধীন
নবী হোসেন নবীন
আমার ঝর্ণা কলম যতটা স্বাধীন
স্বাধীনতা ঠিক যেন তত পরাধীন।
আমি যাহা ভাবি নিজ কল্পলোকে
কলম তা উগরে দেয় কাগজের বুকে।
স্বাধীনতা যেন এক খরস্রোতা নদী
বাঁকা পথে বয়ে যায় ধেয়ে নিরবধি।
আপনার সাধ্য নেই সোজা পথে চলে
সাগরের স্রোত বয় তার নিজ জলে।
মানচিত্রের কারাগারে নিজে হয়ে বন্দি
রাষ্ট্রের সাথে খানিক করে নেয় সন্ধি।
আপন কৃপায় রাষ্ট্র যাহা দিতে চায়
স্বীয় ভোগে স্বাধীনতা ততটুকু পায়।
ভূখণ্ডের পর হচ্ছে ভূখণ্ড স্বাধীন
মুক্তি পায়নি মানুষ আছে পরাধীন।
স্বাধীন মানুষ তার স্বাধীনতা ভুলে
রাষ্ট্রের হাতে দিয়েছে স্বীয় বলগা তুলে।
স্বাধীনতা কোনোদিন হবে না স্বাধীন
রাষ্ট্রের কাছে রবে সে চির পরাধীন।
মানুষ পাবে না কভু বিহঙ্গের ডানা
মন পারে না স্বাধীন মনের ঠিকানা।
গ্রাম-বাঁশিল,ডাকঘর-কাঠালী
উপজেলা-ভালুকা,ময়মনসিংহ
মোবাইল-০১৬১৬১৭৮৮৩১