কবিতা/এই ছড়াটি মার্চে পড়ো

0
181

এই ছড়াটি মার্চে পড়ো

বিল্লাল মাহমুদ মানিক

এই ছড়াটি মার্চে পড়ো মহান নেতার জন্য,

শেখ মুজিবের জন্মদিনে এ মাস অগ্রগণ্য;

সতেরো মার্চ, ১৯২০ তারিখ জাতি ধন্য।

এই ছড়াটি মার্চে পড়ো ভাষণ শুনে শুনে,

সাতই মার্চ, একাত্তরে স্বপ্নের জাল বুনে

ভাষণ দিয়েছিলেন মুজিব কণ্ঠিত আগুনে।

এই ছড়াটি মার্চে পড়ো কালরাত্রির কালে –

পঁচিশে মার্চ, একাত্তরে পাকবাহিনীর জালে

আটকে যাওয়া বাঙালিদের স্বপ্ন জয়ের তালে।

এই ছড়াটি মার্চে পড়ো স্বাধীনতার দিনে,

ছাব্বিশে মার্চ, একাত্তরে যা নিয়েছি কিনে;

স্বাধীনতার ঘোষক মুজিব রেখো সবাই চিনে।

বিল্লাল মাহমুদ মানিক

৬৮/১, ইশামা হাউজ (৫ম তলা)

ফুলবাড়িয়া রোড বাইলেন, আকুয়া হাজী বাড়ি

ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ

মোবাইল : ০১৮৪১১৫৪২৮০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here