টুঙ্গীপাড়ার সেই ছেলেটি
ফজিলা খাতুন।
টুঙ্গীপাড়ার সেই ছেলেটি
প্রতিবাদী বীর সাহসী।
উঠলো জেগে দেশের তরে
মুক্তিযোদ্ধা বীরের বেসে।
স্বাধীনতার সপ্ন নিয়ে
ভাষার তরে জীবন দিলেন।
উদ্দীপনার সেই স্লোগান
নতুন জাতি করলো নির্মাণ।
প্রতিবাদী জোড়ালো কন্ঠ
বাঙালি জাতি মুক্তি পেল।
সেই ছেলেটি বাংলার নায়ক মহান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।