ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শনিবার

0
17
ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শনিবার
ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শনিবার

সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় মহাসমাবেশ করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।

বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমন্বয় তৈরি হয়েছে এবং জনসমর্থনও গড়ে উঠেছে। মহাসমাবেশ হবে এ দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শনে গিয়ে জানান, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এ ছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষের ঢাকায় সমবেত হওয়ার আশা রয়েছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এ মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

সমাবেশে পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একমত রাজনৈতিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার সকাল ১০টায় মহাসমাবেশ শুরু হবে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here