আবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন

0
36
আবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন
আবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন

আবার নতুন বলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়েবিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক বছরে বহুবার শোনা গেছে, স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া। কিন্তু গুঞ্জন জোরালো হতে না হতেই হঠাৎ করে থেমে গেছে। আবার নতুন করে বিচ্ছেদ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে, পদবি বদলের ঘটনায়।

আনন্দবাজার, আজকালসহ আরও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে সাবেক এ বিশ্বসুন্দরী নিজের নাম থেকে ‘বচ্চন’ পদবি সরিয়ে আগের ‘রাই’ পদবিতে ফিরে গেছেন। এমনকি মায়ের বাড়ি ফিরে গেছেন শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা না হওয়ায়।

আম্বানিদের বিয়েতেও ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদাভাবে আসতে দেখা গেছে তাঁকে। যাঁকে কেন্দ্র করে পুনরায় নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের বিষয়টি। কিন্তু এখনও এ বিষয়ে নীরব অভিনেত্রী। অভিষেক বাধ্য হয়েছেন মুখ খুলতে।

সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি যতই পরিষ্কার করি না কেন এর সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবনের সঙ্গে যারা জড়িয়ে নেই, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here