পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ ১

0
21
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ ১
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ ১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট ও ট্রলার সংঘর্ষ হয়েছে। এতে মোজাম্মেল (৩৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এঘ টনা ঘটে।

নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, আজ বিকেলে মোজাম্মেলসহ তারা চার বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। একপর্যায়ে নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এসময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন, বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here