তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

0
28
তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর
তানজিন তিশার সন্তান দাবি করে ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

সম্প্রতি একটি টকশোতে অভিনেত্রী তানজিন তিশা মা হওয়ার ইচ্ছার কথা জানানোর পর, সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ‘সন্তান’-এর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছেন। নির্ঝর দাবি করছেন, তিশার পূর্বে বিয়ে হয়েছিল এবং তার একটি পুত্রসন্তানও রয়েছে, যা অভিনেত্রী এতদিন অস্বীকার করে এসেছেন।

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন।  এই ছবিগুলোকেই তিনি তিশার সন্তান হিসেবে দাবি করেছেন। দুটি ছবিতে দেখা যায়, তানজিন তিশা একটি শিশুকে গভীর মমতায় কোলে নিয়ে আছেন। আরেকটি ছবিতে দুটি শিশুকে দোলনায় বসে থাকতে দেখা গেলেও, নির্ঝর তাদের মুখ ঢেকে দিয়েছেন। ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, “সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে।”

নির্ঝর দাবি করেছেন, তিশার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবর মিথ্যা নয়। তার ভাষ্যমতে, এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের। তিনি আরও জানান, তিশার সাবেক স্বামী বর্তমানে দুবাইতে থাকেন এবং তাদের একটি পুত্রসন্তান আছে। সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির কাছে থাকে।

তিশার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে নির্ঝর আরও লেখেন, “তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।”

জাওয়াদ নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এই ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন। নির্ঝর মন্তব্যের ঘরে তিশার আরও কিছু পুরনো ছবি দিয়েছেন, যা তার মিডিয়ায় আসার আগের ছবি বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল (৪ জুলাই) জায়েদ খানের সঞ্চালনায় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানেই তিনি জায়েদ খানের এক প্রশ্নের জবাবে জানান, পাঁচ বছর পর তিনি নিজেকে একজন মা হিসেবে দেখতে চান এবং এর মধ্যে বিয়ে করে মা হতে চান। তিশা আরও বলেন, “দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here