হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিননামা দাখিল

0
31
হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিননামা দাখিল
হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিননামা দাখিল

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস আদালতে জামিননামা দাখিল করেছেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে তিনি এই জামিননামা দাখিল করেন।

সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, “ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব।”

মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

এই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে এই মামলায় গত ১৮ মে আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন এবং পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ মে নুসরাত ফারিয়া জামিন পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here