ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু সেখানে উপস্থিত ছিল। এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে। রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এই ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ ছাদটি ধসে পড়ে। ধসের শব্দের পরে শিশুদের চিৎকার, ধুলো এবং ধ্বংসাবশেষ এলাকাটিকে গ্রাস করে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা দিচ্ছে।