সৈকতে অনবদ্য লুকে মিম

0
20
সৈকতে অনবদ্য লুকে মিম
সৈকতে অনবদ্য লুকে মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম যেন প্রায়ই নতুন রূপে হাজির হন ভক্তদের সামনে। কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি দেশের বাইরে ঘুরতে চলে যান।

সম্প্রতি তাকে বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে দেখা গেছে। এবারও তিনি কিছু নতুন ছবি প্রকাশ করেছেন, যা কোনো এক সমুদ্র সৈকত থেকে তোলা এবং তাতে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে।

গত রোববার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে, মোহনীয় এক লুকে। রোদ্রস্নানে যেন তার রূপ আর ফুটে ওঠে। পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ- যা রীতিমতো ভক্তদের নজর কাড়ে।

ছবিগুলোর কোথায় তোলা, তা সরাসরি উল্লেখ না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে ধরে নেওয়া যায় এটি দেশের বাইরের কোনো সৈকত।

ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন মিম। যদিও মন্তব্যঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’, কেউ আবার দিয়েছেন ‘লাভ’ ইমোজি।

উল্লেখ্যম মিমকে সবশেষ দেখা গেছে রায়হান রাফীর আলোচিত ছবি ‘দামাল’-এ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও একটি ছবি ‘দিগন্তে ফুলের আগুন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here