কোনোভাবেই পতন ঠেকাতে পারবে না সরকার : মেয়র বাদশা

0
152

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, খুব শিগগিরই সরকারের পতন হবে। তাই সবাই একসাথে রাজপথে নামতে হবে। কোনোভাবেই পতন ঠেকাতে পারবে না সরকার।

শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাঘোপাড়া বন্দরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল, জিয়া পরিষদ নেতা অধ্যাপক ড. হাসানাত আলী, মহিলা দলের নাজমা আক্তার, শামসুল আলম মণ্ডল, শফিকুল ইসলাম মাস্টার, আব্দুল বাছেত, স্বেচ্ছাসেবকদলের রাকিবুল ইসলাম শুভ, হাজেরা বেগম, যুবদলের অতুল চন্দ্র , স্বেচ্ছাসেবকদলের মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here