ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না।
শনিবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের গরু বাজার মাঠে বিদ্যুৎ ও গ্যাসসহ দ্রব্যমূল্যেরে ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। মানুষের অবস্থা খুবই খারাপ, এখন মানুষ জেগে উঠেছে। উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের ভোটে যখন বিএনপি ক্ষমতায় আসবে, প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে।
তিনি আরো বলেন, বিএনপির এমন একজন কর্মী নেই, যার নামে মামলা হয়নি। আমিসহ সবার নামে মামলা। কয়েক মাসে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। আমাদের মহাসচিবকে দিনে গ্রেফতার করতে ভয়পান। রাতের বেলা অন্ধকারে গ্রেফতার করেছেন। মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যে কষ্ট দিয়েছে, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ব্রয়লার মুরগিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আপনারা লুটেরার দল, আপনারা কি বুঝবেন মানুষের কষ্ট।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর, উপজেলা জাসাস নেতা সৈয়দ জাকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যক্তিগত গাড়িযোগে ঢাকা যাওয়ার পথে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উচালিয়াপাড়া মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।