সিরাজের বীরত্বে ওভালে নাটকীয় জয় ভারতের, সিরিজে সমতা

0
16
সিরাজের বীরত্বে ওভালে নাটকীয় জয় ভারতের, সিরিজে সমতা
সিরাজের বীরত্বে ওভালে নাটকীয় জয় ভারতের, সিরিজে সমতা

এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ওভাল টেস্টে ৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত, যার ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। নতুন অধিনায়ক শুভমন গিলের ভারত যখন সিরিজ হারের দ্বারপ্রান্তে, তখন ত্রাতা হয়ে এলেন পেসার মোহাম্মদ সিরাজ। তার জাদুকরী বোলিংয়েই ম্যাচের মোড় ঘুরে যায় এবং ইংল্যান্ডের হাত থেকে জয় কেড়ে নেয় টিম ইন্ডিয়া।

চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। তাদের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট এবং ক্রিজে ছিলেন ইন ফর্ম ব্যাটার জেমি স্মিথ। কিন্তু পঞ্চম দিনের শুরু থেকেই সিরাজের আগ্রাসী বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ইংলিশদের প্রতিরোধ। দ্বিতীয় ইনিংসে একাই ৫টি উইকেট শিকার করে তিনি ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।

এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরাও। ওপেনার যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১১৮ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান। এছাড়া নাইটওয়াচম্যান হিসেবে নেমে আকাশ দীপের ৬৬ রান এবং রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের কার্যকরী ব্যাটিং ভারতকে ৩৭৪ রানের লক্ষ্য দিতে সাহায্য করে।

তবে ইংল্যান্ডও সহজে হাল ছাড়েনি। জো রুট এবং হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে একসময় মনে হচ্ছিল ম্যাচটি তাদের দখলেই চলে যাবে। কিন্তু শেষ বেলায় সিরাজের এবং প্রসিদ্ধ কৃষ্ণার গুরুত্বপূর্ণ উইকেটগুলো ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত সিরাজ তার বোলিং জাদুতে ইংল্যান্ডের শেষ উইকেটটি তুলে নিয়ে ভারতকে এক স্মরণীয় জয় এনে দেন। এই জয়ের মধ্য দিয়ে ভারত আবারও প্রমাণ করলো, শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার মানসিকতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here