সিলেট থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনে ছিল ৬০ যাত্রী

0
120
সিলেট থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনে ছিল ৬০ যাত্রী
সিলেট থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনে ছিল ৬০ যাত্রী

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও ট্রেনে ছিলেন।

মঙ্গলবার (৫ অগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ৫৪৮ আসনের ট্রেনটি সিলেট স্টেশন ছেড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকা পৌঁছে।

সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট স্টেশন ছাড়ার সময় ট্রেনটির বিভিন্ন বগিতে ৫০ থেকে ৬০ যাত্রী ছিলেন। এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী উঠানোর কথা। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে দুপুর ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৪টার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here